১. পরিচালনা পদ্ধতি
ক- সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস।
খ- বাংলাদেশের সংবিধান, সমাজ কল্যান মন্ত্রণালয়ের নীতিমালা এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হবে যা সংগঠনের মূলনীতি হিসেবে লিখিত বা অলিখিত ভাবে গৃহীত হবে।
২. তিনটি কমিটির মাধ্যমে পরিচালিত হবে।
ক- স্থায়ী কমিটি
খ- অস্থায়ী কমিটি
গ- সদস্য কমিটি
বিঃদ্রঃ সংগঠনটির ১ম পর্যায়ে যাদের উদ্যোগে এই সংগঠনের উৎপত্তি হয় তারাই এই কমিটির স্থায়ী সদস্য।
1. management system
A- Full trust and faith in Almighty Allah.
B- The organization will be managed on the basis of the Constitution of Bangladesh, the policy of the Ministry of Social Welfare and the social values which will be accepted in written or unwritten form as the principles of the organization.
2. It will be managed through three committees.
A- Standing Committee
B- Provisional Committee
C- Member Committee
Note: In the 1st stage of the organization, those who initiated this organization are the permanent members of this committee. They will be considered permanent members.
১. পাঠাগার স্থাপন – বিভিন্ন বইয়ের সমন্বয়ে।
২. বই মেলার আয়োজন।
৩. যাকাত, ফেতরা ও বিভিন্ন অনুদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা।
৪. মেধাবী বৃত্তি এবং মেধা বৃত্তি।
1. Setting up of library – consisting of various books.
2. Organization of book fair.
3. Conducting activities through Zakat, Fetra and various donations.
4. Merit Scholarship and Merit Scholarship.
প্রতিষ্ঠাতা হলেন একজন শিক্ষক, সামাজিক কর্মী, তিনি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে, সমাজের পিছিয়ে পড়া মানুষের অসহায়ত্ব নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন, তিনি নিজে উপলব্ধি করেছেন। সমাজে মেধাবি শিক্ষার্থীরা অর্থের অভাবে শিক্ষা থেকে ঝড়ে পড়ে। সুবিধা বঞ্চিত মানুষ এক বেলা ভাল খাবার পায় না। তাই তিনি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে জীবনের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। তাই তিনি একটি ফাউন্ডশনের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত, দারিদ্র জনগোষ্ঠী্, পথশিশু ও অসহায় দুস্থদের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন।
মোঃ শহীদুল ইসলাম জুয়েল
The founder is a teacher, social worker, being a student of social science, he has seen from his own experience the helplessness of the backward people in the society, he has realized it himself. Talented students in society drop out of education due to lack of money. Underprivileged people do not get a good meal. So he understands from his own experience, how to fight with life to realize basic human rights. So he started working with slow conviction to establish a voluntary organization through a foundation to meet the basic needs of the underprivileged, poor people, street children and the helpless in the society.
Md. Shahidul Islam Jewel
বিশ্বায়নের এই যুগে প্রতিষ্ঠিত হতে হলে প্রত্যেক ব্যক্তির জীবনে Ego দূর করতে হবে। Ego আমাদের জাতি ধর্ম নির্বিশেষে বৈষম্য ও অহংকারি করে গড়ে তোলে। ভৌগোলিক, সামাজিক, পারিবারিক ও ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে Ego আমাদের ভূল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই মাথা ঠান্ডা করে Ego দূর করে একটি সুখী সমৃদ্ধ সুন্দর জীবন গঠন করা আমাদের লক্ষ্য।
Ego must be eliminated in every person’s life to be established in this era of globalization. Ego makes us discriminate and pride ourselves regardless of caste and religion. Ego forces us to make wrong decisions in every field, geographical, social, family etc. So our goal is to cool the head and remove the Ego to form a happy rich beautiful life.
মানুষের জীবনে সফলতার প্রথম ধাপ হল দায়িত্বশীল হওয়া। একজন দায়িত্বশীল ব্যক্তি পারে সমাজের একজন অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। তাতে যেমন, নিজের একটি নৈতিক মানবিক সুন্দর জীবন গঠন করতে পারবে তেমনি সমাজের উন্নয়নে এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ভূমিকা রাখবে।
The first step to success in human life is to be responsible. A responsible person can stand by a neglected person in the society. Just as, you can build a moral and humane beautiful life for yourself, it will contribute to the development of the society and the development of the backward people.
আমাদের যুব সমাজের পাশাপাশি কিশোর সমাজ ও বর্তমানে মাদকাসক্ত। বিশ্বায়নের এই সময় কাম্য জনসংখ্যা রূপান্তর করতে হলে সবার আগে রাষ্ট্র ও সমাজ থেকে মাদক দূর করতে হবে। আমাদের লক্ষ মাদক মুক্ত একজন মানুষ গড়ার জন্য বারবার ফল সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য বিতরণ ও কাউন্সিলিংয়ের মধ্যেমে মাদক মুক্ত মানুষ গড়ার চেষ্ট করা। মাদক মুক্ত সামাজিক সংগঠন তৈরি করে মাদকাসক্ত ভাই বন্ধুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা এবং স্থায়ীভাবে মাদক মুক্ত করাই হবে আমাদের শপথ ।
In addition to our youth society, teenagers are also addicted to drugs. In this era of globalization, the desired demographic transformation must first be eliminated from the state and society. Our aim is to make a drug free person by repeatedly distributing various nutritious food including fruit and counseling to make a drug free person. It is our vow to create drug free social organization and try to bring drug addicted brother and friend back to normal life and make them drug free permanently.
বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ নদী মাতৃক প্রাকৃতিক দেশ, তাই ছয় ঋতুর এই দেশে বিভিন্ন সময় যে সমসাময়িক দুর্যোগ দেখা দেয়, সেখানে আমাদের এক ঝাঁক স্বেচ্ছাসেবক নিয়ে সমসাময়িক দুর্যোগ মোকাবেলায় আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
Bangladesh is a disaster-prone river-mother natural country, so we will play a role in dealing with contemporary disasters with a group of our volunteers in this six-season country.
আমরা আমাদের সকল কাজের মধ্যে সময়ের মূল্যায়ন করব। সফল মানুষ গড়তে হলে সময়ের মূল্যায়ন একান্ত কাম্য।
We will value time in all our work. To build a successful person, the evaluation of time is absolutely necessary.
Banglar Alo foundation ২০৩০ সালের মধ্যে এখানের সকল স্বেচ্ছাসেবকের কর্মসংস্থান তৈরিতে কাজ করবে। আমাদের প্রস্তাবিত সকল প্রতিষ্ঠানের বাস্তব প্রকল্প প্রণয়ন করে আত্মকর্মসংস্থান তৈরি করব ইনশাআল্লাহ ।
Banglar Alo foundation will work to create employment for all volunteers here by 2030. Insha’Allah, we will create self-employment by making practical projects of all the institutions proposed by us.
পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়ার পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী আবাসন ব্যবস্থা করা। Banglar Alo Foundation একটি সেবা মূলক সংস্থা। আমরা পথ শিশুদের জন্য লেখা পড়ার সু-ব্যবস্থা করা ও তাদের বই খাতা কলম সহ লেখা পড়ার সামগ্রী দিয়ে সহযোগিতা করব। ভবিষ্যতে তাদের জন্য স্থায়ী আবাসিক স্কুলের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
Education of street children and underprivileged children as well as provision of permanent housing in future. Banglar Alo Foundation is a service organization. We will support street children by providing them with books, notebooks and writing materials. I will arrange a permanent residential school for them in the future, Inshallah.
আমাদের দেশের মধ্যে এখন ও ব্যাপক হারে বাল্য বিবাহ বিদ্যমান। যৌতুকের অত্যাচারে অনেক মা বোনদের সংসার ভেঙে যাচ্ছে। মানুষের অসচেতনতার ফলে অনেক দূরারোগ্য ব্যাধি হয়। তাই-আমাদের কাজ হল স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে লিপলেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে সচেতন করা। সচেতন মূলক কাজ যেমন: যৌতুক, বাল্যবিবাহ, মাদক ইত্যাদি।
Child marriage is still prevalent in our country. Many mothers and sisters’ families are breaking up due to dowry torture. Many incurable diseases are caused by people’s unconsciousness. So- our work is to make people aware of various important issues with leaflets through volunteer team. Conscious acts like: dowry, child marriage, drugs etc.
ভাসমান দুস্থদের খাদ্য বিতরণ, পথশিশু দের লেখা পড়া, নাইট স্কুল প্রতিষ্ঠা, ১ ঘন্টা মাদ্রাসা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, যৌতুক ও বিভিন্ন সামাজিক প্রচারনা, আমাদের অঙ্গীকার।
Food distribution to floating healthy, reading to street children, establishment of night school, establishment of 1 hour madrasa, child marriage, dowry and various social campaigns, our commitment.
যে কোন আক্রান্ত রোগীর জন্য Blood Donate করা, আমাদের Group এর পক্ষ থেকে অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে Blood সগ্রহ করে দেওয়া। রোগীর সেবা করা।
Donate blood for any affected patient, collect blood on behalf of our group or through contact with any other organization. Patient care.
প্রতিদিন সকালে রাস্তার মোরে মোরে বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট করা হবে।
Free diabetes test will be offered every morning on the streets.
বিনামূলে প্রতি সপ্তাহে Blood প্রেশার টেস্ট ও অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা। (প্রস্তাবিত)
Free weekly blood pressure test and other basic medical services are recommended.
বিভিন্ন প্রতিষ্ঠানে ও শ্রেণি পেশার মানুষের সাহায্য সহযোগীতার মাধ্যমে আমরা, মেধাবী ও পিছিয়ে পড়া ছাএ/ছাএীদের ফ্রি একাডেমিক কোচিং সার্ভিস দেই। (চলমান)
We provide free academic coaching services to meritorious and backward students with the help of people from various institutions and professions. (continued)
সপ্তাহে- ২দিন- শুক্র-শনি ফ্রি স্কুল ব্যবস্থা। আমাদের সমাজের অসংখ্য পরিবারের মেধাবী শিক্ষার্থীরা আর্থিক অভাবে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে মৌলিক চাহিদা পূরণের জন্য কাজে যোগদান করে থাকে। আমরা শিশু শ্রম নিরসনে শিশু ও কিশোরদের সু-শিক্ষার জন্য সপ্তাহে ২ দিন ফ্রি স্কুল প্রতিষ্ঠা করি। চলমান
2 days a week- Fri-Sat free school system. Talented students from numerous families in our society drop out of educational institutions due to lack of finances and join work to meet their basic needs. We establish free school 2 days a week for better education of children and teenagers to eradicate child labour. (Ongoing)
নিরক্ষর থাকব না দেশের বোঝা হইবো না। পিছিয়ে পড়া শিশু, কিশোরদের একাডেমিক শিক্ষার আয়ের পাশাপাশি লেখাপড়ায় ইচ্ছুক শিক্ষার্থী যাতে করে রাতে লেখাপড়া করতে পারে তার সু-ব্যবস্থা করি। শ্রমিক ছাত্র ছাত্রীদেরকে নিয়মিত ছাত্র ছাত্রীতে পরিণত করাই আমাদের লক্ষ্য।
I will not be illiterate, I will not be a burden to the country. We make good arrangements for academic education of backward children, teenagers as well as students who want to study so that they can study at night. Our aim is to transform working students into regular students.
নৈতিক মানবিক মূল্যবোধ বিকাশে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই । যুগে যুগে ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষে পরিণত হয়েছে। তাই ১ ঘন্টা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় প্রচার ও ধর্মী জ্ঞান আহরণ করি। (চলমান)
There is no substitute for religious education in the development of moral and human values. Over the ages, people have become people with moral and human values through religious education. Therefore, through the establishment of 1 hour madrasa, religious propagation and religious knowledge are obtained. (Ongoing)
আমাদের দেশে নিম্ন আয়ের অনেক পরিবার এক বেলা ভালো খাবার পায়না তাই আমাদের মূল লক্ষ্য হল আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভাসমান দুস্থদের কে এক বেলা ভালো খাবার পৌঁছে দেয়া। যা ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং ভাসমান দুস্থদেরকে খাবার পৌঁছে দেই। (চলমান)
Many low-income families in our country do not get one meal of good food, so our main goal is to deliver one meal of good food to the floating needy through our volunteers. Which we have already started and deliver food to the needy floating. (Ongoing)
আমাদের কাজ চলমান রাখতে অনুদান না পেলেও আমাদের সেবার কাজ চলবে -নিজেদের উদ্যোগে চকলেট কিনে হলেও শিশুদের মাঝে বিতরণ করব।
Even if we don’t get donations to keep our work going, our service work will continue – even if we buy chocolates on our own initiative, we will distribute them to the children.
আমাদের দেশের অনেক মানুষ টাকার অভাবে সু-চিকিৎসা করতে পারে না। ডাক্তার দেখাতে পারলেও ঔষধ কিনতে পারেনা, ঔষধ কেনার টাকা থাকে না। আমরা বিভিন্ন অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আমাদের ফান্ড থেকে অসহায় দুস্থ রোগির কাছে গিয়ে তার ঔষধের ব্যবস্থা করি। আমাদের স্বেচ্ছা সেবকরা তাদের খোজ খবর রাখেন। স্ব-শরীরে ঘুরে ঘুরে হাসপাতাল পরিদর্শন করে এই সেবা নিশ্চিত করি ইনশাআল্লাহ । (চলমান)
Many people in our country cannot get proper treatment due to lack of money. Even if you can see a doctor, you can’t buy medicine, you don’t have money to buy medicine. We will collect money through various donations and from our fund will go to the needy patients and arrange their medicine. Our volunteers will keep track of them. I will confirm this service by visiting the hospital myself, inshallah. (Ongoing)