banglaralo

volunteer

বাংলার আলো ফাউন্ডেশন

আমাদের স্বেচ্ছাসেবক / Our volunteers

Director

Md. Shahidul Islam Juel

volunteer

Mazharul Islam Sameer

volunteer

Md. Monir Khan

volunteer

Md. Monir Matubbor

volunteer

Arafat Hossen

volunteer

Md. Siem

volunteer

Md. Yeamin

volunteer

imrul Islam Emon

আমাদের সাথে যোগ দিন

স্বেচ্ছাসেবক নিবন্ধন

Join us

Volunteer Registration

Volunteer Application (#3)

সদস্য হওয়ার নিয়মাবলী

Membership Rules

১. কোন সদস্য দায়িত্ব পালনের সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহন করতে পারবে না।
২. সামাজিক শক্তি প্রয়োগ দলবদ্ধ হলে তারও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
. নিয়ম ভঙ্গ করলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্য পদ বাতিল ও তাকে বহিষ্কার করা হবে।
. ব্যক্তিগত ও রাজনৈতিক মতামত প্রদর্শন করতে পারবেন না। তাহলে তাকে সদস্য পদ ত্যাগ করতে হবে।
৫. রাজনীতি মুক্ত থেকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় দায়িত্ব পালন করতে পারবে। অন্যথায় তিনি সদস্য পদ হারাবেন।
৬. যে কোন জটিল প্রক্রিয়ায় কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিতে পারবে।
. কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবে।
. কোন সদস্য ব্যক্তিগত কোন অপরাধ চক্রের সাথে জড়িত আছে বা ছিল এ ধরনের প্রমাণ পেলে তার কোন দায় প্রতিষ্ঠান নিবে না, অথবা পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা সমাধানের কোন উদ্দেশ্য প্রতিষ্ঠানের নয়।

1. No member shall participate in the Rajnaiti program while on duty.
2. Legal action will also be taken against them if the social enforcement team is involved.
3. Violation of the rules will result in cancellation of membership and expulsion as per the decision of the management candidates.
4. Can’t display personal and political views. Then he has to leave the membership.
5. Able to perform duties as a voluntary servant in politics. Otherwise, he will lose his membership.
6. In any complex process, the authorities can take recourse to the law.
7. If there is a complaint against any member, he will be bound to accept any decision of the authority.
8. The organization does not take any responsibility for any evidence that a member is or has been personally involved in any criminal activity, nor does the organization have any intention of solving family or personal problems.

সদস্য হওয়ার শর্তাবলী

TERMS OF MEMBERSHIP

. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
. এস.এস.সি / সমমান পাশ ও মাদক মুক্ত হতে হবে।
. পিতা-মাতার NID বা নিজের NID কার্ডের ফটোকপি ও জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে।

1. 2 copies of passport size color photographs.
2. Must be SSC/Equivalent pass and drug free.
3. Photocopy of parent’s NID or own NID card and photocopy of birth registration.